আজ সোমবার বিকাল ৩:১০, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

ডেভিল উল্টো আমাদের হান্ট করতেছে, কেন বললেন মেহেদী!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ১০:০৬ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

অনপ্লাইন অ্যাক্টিভিস্ট ও সমালোচক মেহেদী হাসান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, ৫ই আগস্টের পর ডাকাত না মেরে করছেন দায় ও দরদের রাজনীতি, এখন ডাকাত আমাদের মারতেছে।

মেহেদী আরও বলেন, কথা ছিলো, ডেভিল হান্ট করা হবে। এখন উল্টো ডেভিল আমাদের হান্ট করতেছে। মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। পদত্যাগের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি গাইতে থাকেন, তোরা যে যাই বলিস ভাই। পদত্যাগের ইচ্ছে নাই।