আজ বুধবার সকাল ৯:৪৫, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৭ হিজরি
জেনারেল ওয়াকার কথা মোটামুটি ভালোই বলেছেন। তবে তিনি সেনাপ্রধান। তার নিছক ভালো কথার কোনো দামই নেই, যদি তা ‘ব্যাক্ড বাই অ্যাকশন’ না হয়। নৈরাজ্য দূর করে দ্রুত ‘অর্ডার’ বা স্বাভাবিক অবস্থা ফেরাতে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ড. ইউনূস সরকারকে আরও সহায়তা করুন।
প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদেরকে সবল, সক্রিয় ও সফল করুন। জাতির এ ক্রান্তিলগ্নে সেনাপ্রধানকে পপুলিস্ট হবার চাইতে জাতীয় স্বার্থ রক্ষায় অটল দৃঢ়তা প্রদর্শন করতে হবে। তাতে তাৎক্ষণিকভাবে সমালোচনা হতে পারে, সংকীর্ণরা নিন্দাবাদ ও কুৎসা রটাতে পারে কিন্তু দিন শেষে নন্দিত হবে সঠিক পথে থাকা ভূমিকাই।
ঘাতক ফ্যাসিবাদী রেজিম অপসারণে এবং আরও প্রাণহানি এড়াতে সশস্ত্র বাহিনীর চূড়ান্ত অবস্থান সঠিক ছিল। ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতেও তাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। অবস্থান নিতে হবে জনগণের পক্ষে। ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন দা রাইট সাইড অব হিস্টোরি।