আজ রবিবার সকাল ১০:১২, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

রমজান মাসে যে ৭ টি কাজ করা থেকে বিরত থাকবেন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৫ , ৮:৪৬ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : ধর্ম

মিজানুর রহমান আজহারী চাপাইনবয়াবগঞ্জে অনুষ্ঠিত এক মাহফিল সভায় জানান, রমজান মাসে ৭ টি কাজ করা থেকে বিরত থাকতে হবে-

১. দেরি করে ইফতার করা। দেরি করা ইফতার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং যা ইহুদিদের সাদৃশ্য। এ সম্পর্কে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:) বলেন, এ উম্মত যেন ইফতারে বিলম্ব না করে।
২. রামাদানের পবিত্রতা বজায় রাখতে হবে, কোন ঝগড়া, তর্ক-বির্তক, অশ্লীলতায় জড়ানো যাবে না। আমরা অশ্লীল নাটক সিনেমা দেখব না।
৩. মিথ্যা বলব না, এ প্রসঙ্গে নবী করিম (সাঃ) বলেছেন, যে রমজানে মিথ্যা করা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার উপবাস থাকাতে আল্লাহ তালার কিছু আসে যায় না।

৪. অপচয় করব না। কারণ অপচয়কারী শয়তানের ভাই।
৫. লোক দেখানো ইবাদাত থেকে বিরত থাকব। লোক দেখানো ইবাদাত আল্লাহ তালার দরবারে কবুল হয় না। বিশ্বনবী বলেন, দাজ্জালের ফেৎনার থেকেও ভয়ংকর ফেৎনা হলো লোক দেখানো মানসিকতা।

৬. নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হারাম মজুতদারী, পণ্যের কৃত্রিম সংকট তৈরী করলে এই গুনাহ আল্লাহ তালা মাফ করবেন না।

৭. অধীনস্থদের কাজের চাপ কমিয়ে দেওয়া কর্তব্য। তাদের উপর রহম করলে, আল্লাহ তালা আপনার উপর রহমত করবেন।