আজ রবিবার সকাল ১০:১৪, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি
বছর ঘুরে আবার ফিরে এল আত্মশুদ্ধি, সংযম ও রহমতের অপার সুযোগ পবিত্র মাহে রমজান। মুমিন বা মুত্তাকি হওয়ার প্রধান মাধ্যম হলো রোজা। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার ও ইন্দিয় তৃপ্তি থেকে থেকে বিরত থাকেন মুসল্লিরা।
রোজা পালনকারীদের জন্য সঠিক সময়ে সাহরি ও ইফতার করা খুবই গুরুত্বপূর্ণ।
আজ রবিবার রমজানের প্রথম দিনে ইফতারের সময় ৬টা ২ মিনিট। আগামীকাল সেহরির শেষ সময় ৫টা ৩ মিনিট।
রোজা ইসলামের পাঁচটি মৌলিক ভিত্তির একটি। আল্লাহর রাসুল (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের দ্বিতীয় বছর আল্লাহর পক্ষ থেকে সিয়াম পালনের বিধান অবতীর্ণ হয়।
রোজার হুকুম সম্পর্কে আল্লাহতায়ালা বলেন, ‘হে মোমিনগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’ (সুরা বাকারা : ১৮৩)।
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন।