আজ মঙ্গলবার সন্ধ্যা ৭:১৩, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
							 প্রশ্ন : সালাতুত তাসবিহর তাসবিহগুলো সশব্দে পড়ে ফেললে নামাজ আদায় হবে? কেউ এমন করে ফেললে কি সাহু সিজদা ওয়াজিব হয়?
-একাব্বর আলী, খুলনা
উত্তর : নামাজের মধ্যে তাসবিহ নিঃশব্দে পড়া সুন্নত। আর সুন্নত ছেড়ে দেওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না, তাই সশব্দে তাসবিহ পড়ার কারণে নামাজ নষ্ট হয়নি। (রদ্দুল মুহতার : ২/৮০, ফাতাওয়ায়ে রহিমিয়া : ৩/২৩)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা