আজ সোমবার রাত ১২:৫৭, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

প্রতিদিন ১৬ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে যে এলাকার বাসিন্দাদের

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৩, ২০২৫ , ৯:১২ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : ধর্ম

বিশ্বব্যাপী পবিত্র রমজান ২০২৫ শুরু হয়েছে। আগামী ২৯ বা ৩০ দিন মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করবেন, যা অঞ্চলভেদে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে। বিশ্বাস করা হয়, আজ থেকে প্রায় ১,৪০০ বছর আগে এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল।

প্রতি বছর রমজানের সময় পরিবর্তনের কারণ
রমজান প্রতিবছর ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়, কারণ ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র বর্ষ অনুসারে চলে, যা সৌর বর্ষের চেয়ে ১১ দিন ছোট। ২০৩০ সালে রমজান দুইবার পালিত হবে — প্রথমটি ৫ জানুয়ারি এবং দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর।

বিশ্বজুড়ে রোজার সময়সূচি
বিশ্বের বিভিন্ন স্থানে দিনের দীর্ঘতার উপর রোজার সময় নির্ভর করে। দক্ষিণ গোলার্ধের দেশ যেমন চিলি ও নিউজিল্যান্ডে প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখতে হয়। অন্যদিকে আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মতো উত্তরাঞ্চলীয় দেশে ১৬ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে রোজা পালন করতে হয়।

সবচেয়ে দীর্ঘ ও সংক্ষিপ্ত রোজার সময়
দীর্ঘতম (১৬ ঘণ্টা): নুক (গ্রিনল্যান্ড), রেইকিয়াভিক (আইসল্যান্ড)
মাঝামাঝি (১৪-১৫ ঘণ্টা): বার্লিন, লন্ডন, নিউইয়র্ক
সংক্ষিপ্ত (১৩ ঘণ্টা): ঢাকা, টোকিও, কায়রো, জাকার্তা, ক্যানবেরা
ঢাকা, বাংলাদেশের রোজার সময়: ১৩ ঘণ্টা

বিশ্বব্যাপী মুসলিমরা এই সময়ে খাবার, পানীয়, ধূমপান ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকেন, যাতে তাঁরা “তাকওয়া” অর্জন করতে পারেন — যা আল্লাহর প্রতি গভীর সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক।