আজ মঙ্গলবার রাত ১:৪৮, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

ওবায়দুল কাদেরের ঢাকায় ৪টি সেফ হাউস আছে মেয়েদের রাখার জন্য: ক্যাপ্টেন (অবঃ) শহীদ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৩, ২০২৫ , ৬:৫৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের।সেসময় দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন।

শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই গ্রেপ্তার বা পলাতক রয়েছেন।তবে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর হাসিনার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যার নাম, তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিন বছর আগেই ওবায়দুল কাদেরকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল ইসলাম।

শহীদুল ইসলাম তখন গণমাধ্যমকে বলেছিলেন, ওবায়দুল কাদেরতো মেয়ে নিয়েই থাকে সারাক্ষণ এই বয়সেই।তার ঢাকায় ৪টি সেফ হাউস আছে, শুধু মেয়েদের রাখার জন্য। আমি নিজে দেখে আসছি।আমি নিজে দেখে আসছি ধানমন্ডিরটা।৬ নাম্বার রোড।

আমাকে যখন বলা হইছে স্যার এখানে এ অবস্থা। বাহিরে তখন পুলিশ দাঁড়ানো ছিল।আমি যখন বললাম এগুলা কেন ওবায়দুল কাদেরের বাসা হবে, তখন সে বললো স্যার এগুলা ওনার সেইফ হাউস। ঢাকার শহরে এরকম চারটা আছে।বাংলাদেশের গোয়েন্দারা এটি আমাকে দেখিয়েছে।