আজ বৃহস্পতিবার বিকাল ৪:২২, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সরকারের নামটা বদলাইয়া গ্রামীণ-অধিকার রাইখা ফেলেন: সায়ের

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৪, ২০২৫ , ৫:০৫ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে ছোটন এন্ড কোং এর অভিযান চলমান। মানবাধিকার সংস্থা অধিকারের প্রেসিডেন্ট সি আর আবরারকে উপদেষ্টা নিয়োগ দিয়ে সরকারে তাদের অবস্থান আরো পোক্ত করলো এই দুরভিসন্ধিমূলক গ‍্যাং।

 

তিনি আরো বলেন, আরেকটা কাজ কিন্তু করাই যায়, সরকারের নামটা বদলাইয়া গ্রামীণ-অধিকার রাইখা ফেলেন। শুভ্র-সিআর আবরার আর ওদিকে গ্রামীণ পরিবার তো আছেই।