আজ বুধবার রাত ২:৩১, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৪, ২০২৫ , ৫:১৮ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেয়া হচ্ছে।

আগামীকাল (বুধবার, ৪ মার্চ) সকালে বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করেন অধ্যাপক সি আর আবরার ১৯৭৯ সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক।