আজ বৃহস্পতিবার সকাল ৮:০০, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যাকাতের নামে শাড়ি-লুঙ্গি দেবেন না: জামায়াত আমীর

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৫, ২০২৫ , ১০:২৮ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

যাকাতের নামে শাড়ি-লুঙ্গি বিতরণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া তিনি স্বল্প পরিমাণ টাকা দান করা থেকেও বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। কারণ তা থেকে কেউ স্বাবলম্বী হতে পারবে না।

জামায়াত আমীর বলেন, ‘যাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে। যেহেতু আমাদের দেশে ইসলামি সরকার নেই, ফলে যাকাতের টাকা মানুষ সরকারের হাতে দিতে চায় না। আর যাকাত দানের পদ্ধতিই হচ্ছে কাউকে একবার যাকাত দিলে তার যেন পরবর্তীতে আর কারো কাছে সাহায্য চাইতে না হয়। আমরা সেটাই করার চেষ্টা করি। তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না। তাকে সংগ দেই, তদারকি করি যে সে যাকাত টি সঠিকভাবে ব্যবহার করেছে কি না।’’

তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে হাতজোড় করে অনুরোধ করবো শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। ২০, ১০০ বা ৫০ টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না। যাকাতের উদ্দেশ্য পূরণ হবে না। আল্লাহ এবং রাসূল (সাঃ) যে সুসংবাদ দিয়েছেন সেটা বাস্তবায়ন হবে না।’

জামায়াত আমীর আরও বলেন, ‘আপনার কোনো নিকট আত্মীয়কে যদি আপনি সরাসরি পুনর্বাসন করতে লজ্জা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব দিয়ে দিন। আমরা আপনার কামলা হিসেবে কাজ করে দিবো ইনশাআল্লাহ। তদারকিও করবো। আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করবো। এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন দারিদ্র্য দূর হয়।’