আজ বুধবার সকাল ৭:৩৫, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রশ্ন : এখন বাজারে অনেক উন্নতমানের নকল চুল পাওয়া যায়। আমি একজন ছাত্র। বয়স কম। অসুস্থতার কারণে আমার মাথায় চুল নেই বললেই চলে।
তাই আমি যদি মাথায় নকল চুরি পরিধান করি, তাহলে তা জায়েজ হবে কি না?
-তাজুল ইসলাম, ডুমনি
উত্তর : যদি কোনো পুরুষের পরিণত বয়সে পৌঁছার আগে চুল ঝরে যায় আর সে চুলের প্রয়োজন অনুভব করে, তাহলে শর্ত সাপেক্ষে চুল ব্যবহার করা যাবে। শর্ত হলো, মানুষের চুল ব্যবহার করা যাবে না বা অপবিত্র জিনিসের তৈরি নকল চুল ব্যবহার করা যাবে না। এগুলো ছাড়া পবিত্র জিনিস দ্বারা তৈরি বস্তু মাথায় পরিধান করতে পারবে। তবে নকল চুল ব্যবহার করে কাউকে ধোঁকা দেওয়া যাবে না।
(তাকমিলাতু ফাতহুল মুলহিম : ৪/১৯০-১৯১, হিন্দিয়া : ৫/৩৫৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/৬৪)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা