আজ বৃহস্পতিবার সকাল ৬:৩৭, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মেট্রোরেল ভর্তি মানুষ। চলন্ত অবস্থায় হঠাৎ এক তরুণী ট্রেনের উপর হাটু উপড়ে ঝুলে পড়েন। কখনো বেলী ড্যান্স মতো অস্বাভাবিক অঙ্গভঙ্গি করে থাকেন। এসময় তিনি নিজের বাহুবলও দেখান। তার এসব কর্মকান্ডে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেট্রোরেলের যাত্রীরা।
এখানেই শেষ নয়। অপর এক ভিডিওতে দেখা যায়, তরুণী মেট্রেরেলের ভিতরে দাঁড়িয়ে পরনে থাকা শার্ট খুলে ফেলছেন। তবে, ভেতরে তার আরেকটি পোশাক ছিল। পরে সেখানে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে ঐ তরুণী পড়ে থাকা ঐ ট্রাউজার খুলে ফেলে শরীরে থাকা বিশেষ পোশাক পরিদর্শন করেন। সেগুলো আবার ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করেন।
মনিকা কবির নামে এক ফেইসবুক আইডিতে দেখা যায় কমফোর্টার গায়ে জড়িয়ে সে মেট্রাতে উঠছেন ঐ তরুণী। এমনকি মেট্রোর সিটে কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে থাকতে দেখা যায় তাকে। শুধু তাই নয়। মেট্রোর চলন্ত সিঁড়িতে বসে ফটোশুট করতে দেখা যায় তাকে।
তিনি শুধু মেট্রোতেই নয়। ট্রাফিক সিগন্যাল কিংবা রাস্তায় বা সড়কেও বিভিন্ন অঙ্গভঙ্গিতেও ভিডিও করছেন। কোন কারণ ছাড়াই এভাবে মেট্রোরেলের ভিতরে ও বাইরে তার এমন কর্মকান্ড মোটেই ভালো নেয়নি নেটিজেনরা। অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করছেন।
মনিকা কবির নামে ঐ ফেইসবুক আইডি থেকে জানা যায়, এই তুরুণী রাশিয়াতে থাকেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এসব ভিডিও বানান।