আজ বুধবার রাত ৪:৫৩, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৭ হিজরি

আমরা দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে মাঠে এসেছি: নাহিদ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৮, ২০২৫ , ১১:২৩ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য নাহিদ ইসলাম বলেন , গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে যে আমাদের একটা সমর্থন ও আস্থা মানুষের তৈরি হয়েছিল, সেটাই আমাদের এই সময়ের প্রধান পুঁজি।

তিনি বলেন, আমরা আমাদের নিজেদের সীমাবদ্ধতাটুকু জানি। কিন্তু আমরা একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে মাঠে এসেছি—শুধু এই নির্বাচন বা আগামী পাঁচ-দশ বছর নয়, বরং আমাদের স্বপ্ন আগামী ৫০ বছর, ১০০ বছরের জন্য।

ফ্যাসিজমের কথা তুলে তিনি বলেন, আমাদের জেনারেশন একটা ফ্যাসিজমের ভিতর দিয়ে, একটা ট্রমার ভিতর দিয়ে তৈরি হয়েছে। ফলে সামনের যে জেনারেশন আসছে, তাদের জন্য একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা—এটাই আমরা মনে করি আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় গোয়েন্দাদের সহযোগিতা আমরা বিভিন্ন দলকে বিভিন্ন সময়ে পেতে দেখেছি, এবং এদের ফলাফলও আমরা দেখেছি। আসলে, এই দলগুলো বেশিদিন টিকে না। ফলে, আমাদের সামনের দিনগুলোই বলে দেবে—আমরা আসলে সরকারি পৃষ্ঠপোষকতায় চলছি, নাকি জনগণের সমর্থনে এগিয়ে যাচ্ছি।

 

 

রাজনীতি বিভাগের আরো খবর