আজ শুক্রবার সকাল ৮:৩০, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নির্বাচনের তারিখ না বলে জাতিকে নিরাশ করেছেন ড. ইউনূস : খোকন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৭, ২০২৫ , ১২:২৩ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিকে নিরাশ করেছেন।

বুধবার (২৬ মার্চ) নোয়াখালীর চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, ১৫ বছর মাঠে থেকে আন্দোলন করেছি। আমাদের দলের এমন কোনো লোক নেই যিনি কারাগারে যাননি। এখন আমাদের সঙ্গে আন্দোলন করা রাজনৈতিক সহযোদ্ধাদের কেউ কেউ নির্বাচনের বিরোধিতা করছেন। দেশে যদি কোনো অস্থিতিশীলতার সৃষ্টি হয়, এর দায়ভারও তাদেরকে নিতে হবে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি দরকার। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে একটা সুনির্দিষ্ট তারিখ দিতে হবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

রাজনীতি বিভাগের আরো খবর