আজ শনিবার রাত ৪:৩৬, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : ইশরাক হোসেন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৪, ২০২৫ , ৯:০০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

কোনো একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দিতে জাতীয় নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (২৩ মার্চ) বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেটা কিন্তু এখনও আমরা পাইনি। সেজন্য আমাদের লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি। যদি প্রয়োজন হয়, আমাদের দেশ নায়ক তারেক রহমান যদি নির্দেশ দেন, আবারও আমরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তবুও এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।

তিনি আরও বলেন, আগেও বলেছি, এখনও বলছি এই দেশটা কারও বাবার নয়। যেকোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব।

দেশে নির্বাচিত সরকারের প্রসঙ্গ তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জনগণ যাকেই ভোট দিক নতুন পার্টি, পুরান পার্টি, এ পার্টি, বি পার্টি তাকেই-আমরা মেনে নেব। কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সেই সরকারকে আসতে হবে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এরপর যে দীর্ঘ মেয়াদি সংস্কার আছে সেটি তারা বাস্তবায়ন করবে।

রাজনীতি বিভাগের আরো খবর