আজ শুক্রবার রাত ১০:৫৩, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ভারতের দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ডিটিইউ) ইঞ্জিফেস্ট ২০২৫-এ রোববার রাতে গায়ক সোনু নিগমের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এক লাখেরও বেশি ছাত্রছাত্রীসহ বিশাল জনতা সেখানে অংশ নেয়। হঠাৎ মঞ্চের দিক থেকে পাথর ও বোতল ছুঁড়তে শুরু করেন সোনুর মঞ্চে।
অশান্ত দর্শকদের উদ্দেশ্যে সোনু অনুরোধ করেন, ‘আমি আপনাদের জন্য এখানে এসেছি যাতে আমরা সবাই ভালো সময় কাটাতে পারি। আমি আপনাদেরকে বলবো, দয়া করে এমন করবেন না।’
তিনি জোর দিয়ে বলেন, এই বিশৃঙ্খলার মধ্যে তার দলের সদস্যরা আহত হচ্ছেন।
দৌলত রাম কলেজের এক ছাত্রী গীতিকা তার হতাশা প্রকাশ করে বলেন, ‘এটা লজ্জাজনক যে, কয়েক জন অশান্ত ছাত্রছাত্রীর কারণে, তার মতো একজন কিংবদন্তীকে অনুষ্ঠান থামিয়ে দর্শকদের ভালো ব্যবহার করার অনুরোধ করতে হল।’
শিল্পীর শান্ত থাকার প্রশংসা করে গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অভিষেক রাত্রা বলেন, ‘এমনকী সেই মুহূর্তেও তিনি নম্র ও শান্ত ছিলেন। একবারও তিনি কণ্ঠ উঠাননি।’
বিঘ্নিত হওয়া সত্ত্বেও, ৫১ বছর বয়সি এই গায়ক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তার প্রদর্শনী পুনরায় শুরু করেন।