আজ শনিবার সকাল ৮:৩৩, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আথিয়া-রাহুলের পর সুখবর দিলেন অ্যামি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৫, ২০২৫ , ৪:০২ অপরাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

গতকাল গভীর রাতে সামাজিক মাধ্যমে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী আথিয়া শেঠি ও ক্রিকেটার কেএল রাহুল। তাদের ঘর আলোকিত করে এসেছে নতুন অতিথি। এর কিছুক্ষণের মধ্যেই আবারো সুখবর। সমাজিক মাধ্যমে পুত্রসন্তান হওয়ার সুখবর শেয়ার করেছেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। ছেলের জন্মের সঙ্গে সঙ্গেই নামকরণও করেছেন তিনি। নবজাতককে তোয়ালে মুড়ে প্রকাশ্যে এনেছেন অ্যামি। অভিনেত্রী লিখে জানিয়েছেন, ‘স্বাগত অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক।’

গত বছর অভিনেতা এড ওয়েস্টউইককে বিয়ে করেন অ্যামি। এটা ছিল তার দ্বিতীয় বিয়ে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই অ্যামি আর এড যৌথভাবে খুশির খবর ছড়িয়ে দেন।

প্রসঙ্গত, গত বছরের শেষ থেকেই গর্ভধারণের প্রতিটি ধাপের অভিজ্ঞতা অভিনেত্রী শেয়ার করেছেন তার অনুরাগীদের সঙ্গে। নরম পশমের পোশাকের উপরে সাদা তোয়ালে জড়িয়ে সদ্যোজাতের ছবি তোলেন। তোয়ালের এক কোণায় লেখা অস্কার, যা নবজাতকের নাম। এড-অ্যামির আনন্দের নানা মুহূর্ত ক্যামেরায় বন্দি হয়ে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে।

২০১৯-এ এক হোটেল মালিক জর্জ পানাইওটোর সঙ্গে বাগদান হয়েছিল অ্যামির। তাদের একটি পুত্রসন্তান হয়েছিল। ছেলের নাম আন্দ্রেয়াস। ২০২১-এ তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০২২-এ এডের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। ২০২৪-এর আগস্টে তারা বিয়ে করেন। বলিউডে অ্যামির প্রথম ছবি ‘এক দিওয়ানা থা’। নায়ক প্রতীক বাব্বর। তার ঝুলিতে ‘২.০’, ‘রজনীকান্ত’, ‘সিং ইজ ব্লিং’, ‘ক্র্যাক’-এর মতো ছবি রয়েছে।