আজ রবিবার সকাল ৮:০৬, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

প্রেস ক্লাবের সামনে পুলিশের ওপর গার্মেন্টস শ্রমিকদের ‘হামলা’

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৫, ২০২৫ , ১২:৫৯ অপরাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদপ্তর অবরোধ করতে এসে পুলিশের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। এ সময় পুলিশের একটি বাস ভাঙচুর করে শ্রমিকরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা যুগান্তরকে জানান, দুপুর পৌনে ১২টার দিকে পল্টন মোড় থেকে এনজেডএফ গার্মেন্টসের কয়েক শত শ্রমিক পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদপ্তরের ভবন ঘেরাও করে। কিছুক্ষণ পর পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশ প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আবার শ্রমিকরা একত্রিত হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে।