আজ সোমবার ভোর ৫:১৭, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

৮-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আকাশে দেখা যাবে যেসব চমক

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ৮, ২০২৫ , ৬:৪৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : তথ্য ও প্রযুক্তি

ফেব্রুয়ারিতে রাতের আকাশ শীতকালীন নক্ষত্রপুঞ্জ পর্যবেক্ষণের সেরা সময়। এ সময় সন্ধ্যার শুরুতে ও মধ্যরাতে দুই রকমের আকাশের পার্থক্য দেখা যায়। আর তাই মাসজুড়ে আকাশে ওরিয়ন নক্ষত্রপুঞ্জ দেখার সুযোগ মিলবে। এ ছাড়া সপ্তাহজুড়ে বাংলাদেশ থেকে রাতের আকাশে বেশ কিছু আলোচিত বিষয় পর্যবেক্ষণ করা যাবে। এ সপ্তাহের আকাশে যা যা দেখা যাবে, সেগুলো দেখে নেওয়া যাক।

৮ ফেব্রুয়ারি
বৃহস্পতির চাঁদ ক্যালিস্টো দেখা যাবে সন্ধ্যা সাতটার পরে। বৃহস্পতি গ্রহণের দক্ষিণ থেকে ৩ আর্ক সেকেন্ড দূরত্বে অবস্থান করবে ক্যালিস্টো। আকাশে খুব ছোট কোণ পরিমাপ করতে জ্যোতির্বিদ্যায় একক হিসেবে আর্ক সেকেন্ড ব্যবহৃত হয়।

৯ ফেব্রুয়ারি
মঙ্গল গ্রহ চাঁদের দক্ষিণ দিকে খুব কাছাকাছি সন্ধ্যার সময় অবস্থান করবে। এ ছাড়া এই সপ্তাহে আকাশে বেশ কিছু নক্ষত্রপুঞ্জ দেখা যাবে।

১০ ফেব্রুয়ারি
সন্ধ্যায় শুক্র গ্রহ বাইনোকুলার দিয়ে ৩০ ভাগ বেশি আলোকিত দেখা যাবে। গ্রহটির আপাত ব্যাস বর্তমানে ৩৬ আর্ক সেকেন্ড। আমাদের চাঁদের মহাকাশের অবস্থানের একক ৩০ আর্ক মিনিট, সেই হিসাবে শুক্র গ্রহের আকার অনেক ছোট হবে।

১২ ফেব্রুয়ারি
গৌণ গ্রহ ২৯ অ্যামফিট্রাইটকে সূর্যের ঠিক বিপরীতের আকাশে দেখা যাবে। লিও নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে এই ক্ষুদ্র গ্রহ। গৌণ গ্রহ বা মাইনর প্ল্যানেট তাদের বলা হয়, যেসব পাথুরে বা বরফখণ্ড সূর্যকে প্রদক্ষিণ করছে।

১৩ ফেব্রুয়ারি
রেগুলাস নামের তারকা চাঁদের দক্ষিণ প্রান্তে দেখা যাবে।

১৪ ফেব্রুয়ারি
চাঁদের জেনো খাদে আলোছায়ার একঝলক দেখা যাবে।

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন