আজ সোমবার সকাল ৯:১৮, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
‘অপয়া’ তকমা পেতে কার ভালো লাগে! ক্যারিয়ারের বয়স খুব বেশি না হলেও এমন একটি পরিচয় জুড়ে বসেছিল তাওহিদ হৃদয়ের নামের সঙ্গে। অবশেষে সেই জাল থেকে মুক্তি মিলেছে। তরুণ এই ব্যাটসম্যানও তাই উচ্ছ্বসিত।
হৃদয়কে এই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে ফরচুন বরিশালের বিপিএল জয়। আগের তিন আসরেই ফাইনালে হারার তিক্ত স্বাদ পেতে হয়েছিল তাকে। এর প্রথমটি ছিল ফরচুন বরিশালের হয়েই। পরের দুই আসরে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আসরজুড়ে দারুণ খেলে তিনি ব্যাট হাতে ব্যর্থ হন ফাইনালে। তার দলও হতাশায় পোড়ে শিরোপার কাছাকাছি গিয়ে।
বিপিএল নিয়ে তাই হৃদয়ের হৃদয়ে ছিল দগদগে ক্ষত। অবশেষে এবার তিনি পেলেন উপশম। সেটির প্রকাশ ফুটে উঠল সামাজিক মাধ্যমে ট্রফি হাতে ছবিতে।
“টানা ৩ বার ফাইনাল খেলেও এই সোনালি হরিণ অধরা ছিল, চতুর্থবার ধরেই ফেললাম…!”
“চ্যাম্পিয়ন ভক্তদেরকে অভিনন্দন চ্যাম্পিয়ন পুরো দলের পক্ষ থেকে। মনুরা, কাপ কিন্তু আমাগো…।”
নাজমুল হোসেন শান্ত গোটা টুর্নামেন্টে ম্যাচ খেলেছেন মোটে পাচঁটি। কিন্তু আলোচনায় ছিলেন টুর্নামেন্টজুড়েই। শুরুতে আলোচনা ছিল তার পারফরম্যান্স নিয়ে। ৫ ইনিংসে স্রেফ ৫৬ রান করেন তিনি। এর মধ্যে এক ইনিংসেই করেন ৪১। ব্যর্থতার কারণে তাই সমালোচনা হচ্ছিল তার।
পরে যখন দলে জায়গা হারালেন, তখন আলোচনার স্রোতও বদলে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের অধিনায়ক ফ্র্যাঞ্চাইজি দলের একাদশে জায়গা পাচ্ছেন না, ম্যাচ অনুশীলন হচ্ছে না, নানাবিধ আলোচনা। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কয়েক দফায় সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করেন, দলীয় সমন্বয়ের কারণে শান্তকে তারা জায়গা দিতে পারছেন না। বরিশাল দলের বাস্তবতায় সেটা খুব যৌক্তিকও। বরং বাইরে থেকেও দল ও সতীর্থদের প্রতি শান্তর যে মানসিকতা ও নিবেদন, সেটির উচ্ছ্বসিত প্রশংসা করেন বরিশাল অধিনায়ক।
ফাইনাল জয়ের পর ট্রফি গ্রহণের জন্য শান্ত, হৃদয় ও রিশাদ হোসেনকেই মঞ্চে ডাকেন তামিম।
শান্তও পরে ট্রফি হাতে সামাজিক মাধ্যম ছবি পোস্ট করে ছোট্ট করে জানিয়ে দিলেন, এই দলটা তার কাছে ছিল বিশেষ কিছু, “দারুণ এই ইউনিটের অংশ হতে পারা সন্তুষ্টির। অভিনন্দন ফরচুন বরিশাল।”
আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সফলতম ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ঘরোয়া ক্রিকেটে একটা বড় আক্ষেপের জায়গা ছিল বিপিএল জিততে না পারা। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে ফরচুন বরিশালের হয়েই গত আসরে সেই খেদ মেটে তার। এবার দ্বিতীয় ট্রফির স্বাদও পেয়ে গেলেন। সামাজিক মাধ্যমে সেটির প্রকাশও করেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
রিশাদ হোসেন প্রথমবার বিপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। প্রথমবার ট্রফি ছোঁয়ার সৌভাগ্যও হলো তার। ফাইনালে শেষ সময়ে তার দুই ছক্কাকে ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ বলেছেন অধিনায়ক তামিম। প্রাপ্তির উল্লাস ফুটে উঠেছে তরুণ অলরাউন্ডারের সামাজিক মাধ্যমের পাতায়।
গত আসরে বরিশালের হয়ে আট ম্যাচ খেলা তাইজুল ইসলাম এবার সুযোগ পেয়েছেন স্রেফ দুই ম্যাচে। কিন্তু দলের টানা দুবার শিরোপা জয়ের সঙ্গী তিনিও। অভিজ্ঞ স্পিনার সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন স্রষ্টার প্রতি।
চোটের কারণে গত বিপিএলে খেলতে না পারা ইবাদত হোসেন এবার ফিরেই চ্যাম্পিয়ন হয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জয় করা তানভির ইসলামের একই অভিজ্ঞতা হলো এবার ভিন্ন দলে।
তরুণ পেসার রিপন মন্ডল এবার পাঁচ ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন পাঁচটি। বিপিএলে তৃতীয়বার অভিযানে প্রথম শিরোপার অংশ হলেন তিনি। ম্যাচ খেলার সুযোগ না পেলেও প্রথম ট্রফির স্পর্শ পেয়ে গেছেন তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যান আরিফুল ইসলাম। নিজের মতো করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই।
এই আনন্দে শামিল ছিলেন বিদেশি ক্রিকেটাররাও। অধিনায়ক তামিমের সঙ্গে ট্রফি হাতে ছবি পোস্ট করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি। ইনস্টাগ্রামে অনেকগুলো ছবি পোস্ট করেছেন জেমস ফুলার। বরিশালের বিশাল দর্শক সমর্থনে আপ্লুত এই ইংলিশ ক্রিকেটার।
সামাজিক মাধ্যমে বরাবরই রসবোধের জন্য দারুণ পরিচিত ও জনপ্রিয় জিমি নিশাম। ফাইনালের আগে নিউ জিল্যান্ডের এই অলরাউন্ডারকে উড়িয়ে এনেছিল বরিশাল। তবে তাকে শেষ পর্যন্ত খেলানো হয়নি। ড্রেসিং রুমে জেমস ফুলারের সঙ্গে ট্রফি হাতে ছবি পোস্ট করে তিনি স্বভাবসুলভ মজায় লিখেছেন, “একদিন কাজ করে খারাপ (অর্জন) নয়!”