আজ বুধবার রাত ৯:৪৬, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আইপিএলে বোলারদের মনোবিদ দেখাতে হবে : অশ্বিন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৭, ২০২৫ , ১০:৫৯ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : খেলা

সাদা বলের ক্রিকেট ধীরে ধীরে ব্যাটারদের দখলে চলে যাচ্ছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানরা রাজত্ব করছেন। বোলাররা কোণঠাসা হয়ে পড়ছেন আরও। প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে ২০০ রানের কম হয়েছে। বাকি তিনটি ম্যাচে দেখা গেছে ব্যাটারদের আধিপত্য। এই মৌসুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। তার মনে হচ্ছে, এবার বোলারদের মনোবিদ দেখাতে হবে।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, বোলারদের জন্য পিচে কিছু থাকছে না। তার ফলে বাধ্য হয়ে উইকেট নেওয়ার নয়, বরং বাঁচার চেষ্টা করছেন বোলাররা। বলছিলেন, ‘সবাই বলছে, বোলাররা এখন বাঁচার চেষ্টা করে। কিন্তু এখন বল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোনো কোনো মাঠে তো স্টাম্প লক্ষ্য করে বল করাই যায় না। পিচে পড়ে ব্যাটে খুব ভালোভাবে বল আসে। চোখ বন্ধ করে ব্যাটাররা মারতে পারে। আমার মনে হচ্ছে, আইপিএলে এবার বোলারদের মনোবিদ দেখাতে হবে। মানসিকভাবে বোলাররা ক্রমশ চাপে পড়ে যাচ্ছে।’

অশ্বিনের মনে হয়েছে, এখনকার উইকেটে ফুলটস বল করা বেশি বুদ্ধিমানের কাজ। তিনি বলেন, ‘আগের ম্যাচে যুজবেন্দ্র চহল ফুলটস করছিল। কিন্তু সাই সুদর্শন সেগুলো মারতে পারছিল না। আমরা ছোটবেলায় শুনতাম, ফুলটস মারার বল। কিন্তু ফুলটস এখন খারাপ বল নয়। পিচে পড়ে যে বল আসছে সেই বল মারা বেশি সহজ। সেই তুলনায় ফুলটস মারা কঠিন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অশ্বিন। তবে আইপিএলে খেলছেন তিনি। ২০১৫ সালের পর আবার পুরনো দল চেন্নাই সুপার কিংসে ফিরেছেন তিনি। এবারের নিলামে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে তাঁকে কিনেছে মহেন্দ্র সিংহ ধোনিদের দল

এবারের আইপিএলে প্রথম ম্যাচে চার ওভারে ৩১ রান দিয়েছেন অশ্বিন। নিয়েছেন এক উইকেট। শুরুটা খারাপ হয়নি চেন্নাইয়ের। প্রথম ম্যাচে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে তারা। চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।