আজ শনিবার সকাল ৬:৩৮, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

দেশ নিয়ে কেউ ছিনিমিনি করলে সহ্য করা হবে না

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২৫ , ১০:৩৩ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত বাংলাদেশকে মরুভূমি বানিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বরগুনা জেলা শাখার সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ব্যবসার নামে আমাদের শোষণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নিয়ে কেউ ছিনিমিনি করলে সহ্য করা হবে না।

বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী।

পালিয়ে থেকেও ফ্যাসিবাদীরা বিশৃঙ্খলা করতে চায়: খন্দকার মোশাররফপালিয়ে থেকেও ফ্যাসিবাদীরা বিশৃঙ্খলা করতে চায়: খন্দকার মোশাররফ

বক্তারা বলেন, এদেশ আমরা রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, ছিনিমিনি খেলার জন্য নয়। হাসিনার সরকার আমাদের অনেক নির্যাতন, নিপীড়ন করেছে। এই দেশে একদল চায় দ্রুত নির্বাচন, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। সংস্কার শেষেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।