আজ রবিবার রাত ৮:৫৭, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ৯:০৬ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : অপরাধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সৌদি আরব থেকে আসা হাবিবুর রহমান নামের এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ মোট ৩,২৮৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা জানায়, সকাল আনুমানিক সাড়ে ১১টায় ইমিগ্রেশন এলাকায় সৌদি এয়ারলাইন্সে আসা যাত্রী হাবিবুর রহমানকে প্রথমে শনাক্ত করা হয়। পরে তার গতিবিধি নজরদারিতে রাখা হয়।

পরবর্তীতে তিনি ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করে কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তার দেহ ও ব্যাগ স্ক্যানিং ও তল্লাশি করা হয়।

এ সময় তার হ্যান্ডব্যাগ থেকে ২৯৯ গ্রাম এবং বুকিং করা ব্যাগে থাকা তিনটি ব্লেন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ২,৯৯০ গ্রাম। সব মিলিয়ে ৩,২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আটককৃত স্বর্ণালঙ্কার ও স্বর্ণপিণ্ড কাস্টম হাউসের শুল্ক গুদামে ডিএম মূলে জমা দেওয়া হয়েছে।

এছাড়া, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।