আজ শুক্রবার দুপুর ২:৪৩, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি
কুমিল্লার দাউদকান্দিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত (১০ মার্চ) সন্ধ্যা ৬:৩০ টায় জেলা গোয়েন্দা শাখার এসআই রিপন সরকার এবং তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের প্রথম ধাপে মোঃ মামুন (৩৭) নামে এক ডাকাত সদস্যকে দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্পের পাশে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনে ৩ রাউন্ড গুলি), একটি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করে যে, তার সহযোগী মোঃ আরিফ (৩১) এর কাছেও একটি বিদেশি পিস্তল রয়েছে। মামুনের দেয়া তথ্য অনুযায়ী, গৌরীপুর বাজার থেকে মোঃ আরিফকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে খাটের জাজিমের নিচে লুকানো একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনে ৩ রাউন্ড গুলি) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(A)/১৯(F) ধারায় ১১ মার্চ ২০২৫ তারিখে দাউদকান্দি মডেল থানায় মামলা নং-২৫ দায়ের করা হয়েছে।
তদন্তে জানা গেছে, মোঃ মামুন (৩৭) রোড ডাকাত দলের সক্রিয় সদস্য, যার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অন্যান্য অপরাধে চারটি মামলা রয়েছে। অপরদিকে, মোঃ আরিফ (৩১) নৌযান ডাকাত দলের সক্রিয় সদস্য, যার বিরুদ্ধেও অতীতে ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলমান রয়েছে।