আজ রবিবার সকাল ১০:২৬, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

গুগল সার্চ হিস্ট্রি পুরোপুরি ডিলিট করার উপায়

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ১০:৫৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : তথ্য ও প্রযুক্তি

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতিনিয়ত কোনও না কোনও কিছু গুগলে সার্চ করা হয়। আর এর জন্য অনেকেই ব্যবহার করেন গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। আপনার অফিস কিংবা বাড়িতে পিসি, অ্যান্ড্রয়েড ফোনে গুগল ব্যবহার করছেন।

গুগলের রয়েছে সার্চ হিস্ট্রি বক্স। যেখানে আপনি গুগলে যা কিছু সার্চ করছেন সবই জমা হচ্ছে। এতে অনেকেই বিড়ম্বনায় পড়েন। অফিসের পিসি একাধিক মানুষ ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি সারাদিন গুগলে কী কী সার্চ করেছেন তা পরের জন এসে জেনে যেতে পারেন সহজেই। এতে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।

তবে আপনি আপনার হিস্ট্রি ডিলিট করার পরও কোথাও না কোথাও তা থেকেই যাচ্ছে। একেবারেই যদি গুগলের হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে ছোট্ট একটা কাজেই তা করতে পারবেন। দেখে নিন কীভাবে করবেন-

প্রথমে আপনার ফোনের গুগল অ্যাপে যান। এবার সার্চ অবশনে লিখুন মাই অ্যাক্টিভিটি। সেখানে গেলেই আপনার এখন পর্যন্ত যত হিস্ট্রি আছে দেখতে পাবেন। সেখানে ডিলিট অপশন পাবেন। ক্লিক করুন।