আজ সোমবার সকাল ১০:২২, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতিকে এক হাত নিলেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৫ , ৮:৩৪ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বিশ্ব

মালয়েশিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ মাহাথির মোহামাদ শুক্রবার ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

গাজার ওপর তেল আবিবের গণহত্যামূলক সামরিক অভিযানে পশ্চিমা সমর্থনের বিষয়ে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আবারও মহান হতে চাওয়া আমেরিকা ইসরায়েলিদের গণহত্যায় সহায়তা ও উৎসাহ প্রদান করছে। তাদের ইউরোপীয় মিত্ররাও একই কাজ করছে। এটি সভ্য মানুষের আচরণ নয়, বরং বর্বরদের আচরণ।’

১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর রয়েছে, যা ইসরায়েলের যুদ্ধ বন্ধ রেখেছে। এই যুদ্ধে ইতোমধ্যে ৪৮,২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এর আগে এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে মাহাথির বলেন, ‘আধুনিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত সমস্ত নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না।’

এই পুরো বিষয়টিতে মানবসভ্যতারই ব্যর্থতা দেখছেন তিনি। তার কথা, ‘ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে… তা আর্থিকভাবে এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে সেই দেশগুলো, যারা মানবাধিকার, মানুষের জীবনের পবিত্রতা এবং নিষ্ঠুরতার প্রতি ঘৃণার বড় বড় বুলি আওড়ায়। আমরা দেখি, হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখি, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরগুলো বোমা ও রকেট হামলার শিকার হচ্ছে। হ্যাঁ। সভ্যতা ব্যর্থ হয়েছে।’