আজ শনিবার দুপুর ২:৪৬, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা সফর, ১৪৪৭ হিজরি
ঈদুল ফিতরের আগমনে যাত্রীদের সুবিধা দিতে এবং রেল ভ্রমণকে উৎসাহিত করতে পাকিস্তান রেলওয়ে (পিআর) ট্রেনের ভাড়ায় ২০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।
শনিবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের প্রথম তিন দিন এই ছাড় কার্যকর থাকবে এবং এটি সকল মেইল, এক্সপ্রেস ও আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
অগ্রিম টিকিট কাটার ক্ষেত্রেও এই ডিসকাউন্ট কার্যকর হবে। তবে, ঈদ স্পেশাল ট্রেনের জন্য এই ছাড় প্রযোজ্য হবে না।
রেলওয়ের সকল বুকিং অফিসকে ভাড়া হ্রাসের এই নির্দেশ কঠোরভাবে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা এ সুবিধা যথাযথভাবে পেতে পারেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপ যাত্রীদের জন্য আর্থিক স্বস্তি ও সুবিধা প্রদান করবে, যাতে তারা ঈদ উদযাপনের জন্য পরিবারের কাছে যেতে পারেন।
পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভ্রমণের খরচ কমানো সাধারণ যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য। এছাড়াও ঈদের সময় মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ট্রেন ভ্রমণকে আকর্ষণীয় করার মাধ্যমে কর্তৃপক্ষ সড়কপথের চাপ কিছুটা কমাতে পারে।
এর আগে এই সপ্তাহে, কেন্দ্রীয় সরকার ঈদ উপলক্ষে তিন দিনের সরকারি ছুটির ঘোষণা দেয়।
কেবিনেট ডিভিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ছুটিগুলো সোমবার, ৩১ মার্চ থেকে বুধবার, ২ এপ্রিল পর্যন্ত চলবে।
এদিকে, পাকিস্তানে ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য ৩০ মার্চ ২০২৫, রোববার সন্ধ্যায় (রমজান ২৯, ১৪৪৬ হিজরি) কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি ও আঞ্চলিক কমিটিগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে।
চাঁদ দেখা কমিটির বৈঠক ধর্মবিষয়ক ও আন্তঃধর্ম সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে, যেখানে ধর্মীয় আলেম, আবহাওয়াবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা চাঁদ দেখার প্রতিবেদন পর্যালোচনা করে পাকিস্তানে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করবেন।
মুসলিম বর্ষপঞ্জির নবম ও পবিত্রতম মাস রমজানের শুরু এবং ঈদের ছুটি, পাশাপাশি মহররম মাসের শোককাল চাঁদ দেখার ভিত্তিতেই নির্ধারিত হয়।