আজ বৃহস্পতিবার রাত ৩:২৮, ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

কমিশনের ‘চূড়ান্ত’ সিদ্ধান্তের পর শিগগিরই নির্বাচন চায় জামায়াত

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৫ , ৮:৫৬ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পর যথা শিগগিরই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে।

 

শনিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে এ আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরে যথা শিগগিরই সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে।আজকে মূলত এটাই ছিল জিস্ট অব দ্য ডিসকাশন।

তাহের বলেন, আজকে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন, তাদের সাথে বৈঠক হয়েছে। উনারা কীভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে, স্টেকহোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন, সেটা আলোচনা হয়েছে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি। এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি।

বিস্তারিত অভিমতের বিষয়ে তিনি বলেন, আর ডিটেইলসটা উনারা (কমিশন) আমাদের বই দেবেন। সেটা পর্যালোচনা করে আমরা জামায়াতে ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের, তার সাথে আলাদা বৈঠক হবে, মতবিনিময় হবে, সেখানেই সিদ্ধান্ত এবং আলোচনা জানাব। এটাই আজকের মূল প্রতিপাদ্য। আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন, এইজন্য সংস্কটার ওপর আমরা ঐকমত্য হই, তারপরে যথা শিগগিরই সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বরের মধ্যে উনারা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ।

 

রাজনীতি বিভাগের আরো খবর