আজ সোমবার ভোর ৫:০৯, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দেশি কোচদের মধ্যে কে ভালো করতে পারেন এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি কোচদের সাফল্য অনুপ্রেরণা হিসাবে কাজ করছে।
দিল্লিতে এশিয়ান লিজেন্ড লিগ টি ২০র ড্রাফটে অংশ নিতে শুক্রবার ভারত গেছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের ভূমিকা পালন করেছেন। এবার ঢাকা লিগে তিনি ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ। ১২ ক্লাব নিয়ে ৩ মার্চ শুরু হবে ঢাকা লিগ। ২২ ও ২৩ ফেব্রুয়ারি দলবদল। তারকা ক্রিকেটাররা এরইমধ্যে নিজেদের দল খুঁজে নিয়েছেন। অনেকে রয়ে গেছেন পুরোনো ক্লাবে। শীর্ষস্থানীয় একাধিক কোচ দল পরিবর্তন করেছেন।
গত কয়েক বছর ধরে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। দলকে একাধিকবার চ্যাম্পিয়ন করেছেন তিনি। এবার আবাহনীর দায়িত্ব নিয়েছেন সদ্য নির্বাচকের পদ ছেড়ে দেওয়া হান্নান সরকার।
আবাহনী ছেড়ে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবে গেছেন খালেদ মাহমুদ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দায়িত্ব পেয়েছেন বিপিএলে চমক দেখানো তালহা জুবায়ের। ঢাকা লিগে তিনি প্রাইম ব্যাংকের শিরোপা জয়ের প্রত্যাশা করছেন।
তামিম, মুশফিক গত বছর প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন। এবার তাদের দলে নিয়েছে মোহামেডান। মোহামেডানের দায়িত্ব নিয়েছেন বিপিএলে ফরচুন বরিশালকে টানা দ্বিতীয় শিরোপা জেতানো মিজানুর রহমান বাবুল। সোহেল ইসলাম গেছেন রূপগঞ্জে। নাজমুল ইসলাম, তুষার ইমরান, রাজিন সালেহসহ আরো একাধিক সাবেক ক্রিকেটার বিভিন্ন ক্লাবের তাঁবুতে থাকবেন কোচ হিসাবে।