আজ সোমবার ভোর ৫:৪৫, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হলেন অভিনেত্রী তানজিন তিশা ও গায়ক-অভিনেতা প্রীতম হাসান। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে এই জুটির ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। ট্রেলারটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।
ট্রেলার দেখে ধারণা করা যায়, তাদের চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের।
‘ঘুমপরী’ ওয়েব ফিল্ম নিয়ে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সে চ্যালেঞ্জ ছিল।
পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।’
‘ঘুমপরী’তে কাজ করা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি অনেক রকমের কাজ করেছি।
তবে ঘুমপরী একটু আলাদা। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।’
‘ঘুমপরী’ তৈরি হয়েছে পারসা মাহজাবীনের গাওয়া ‘চলো ভুলে যাই’ গান অবলম্বনে। ছবিটিতে তিনিও অভিনয় করেছেন।
পারশা জানালেন, ঘুমপরী তাঁর পছন্দের জনরার একটি গল্প। তাই বেশি ভাবতে হয়নি। চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়।
ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা ও পারশা মাহজাবীন।