আজ বৃহস্পতিবার রাত ৩:৩০, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি নুরের

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৫ , ১২:১২ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

দেশের সরকার ব্যবস্থা প্রসঙ্গে কথা বললে নুরুল হক নুর। গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি প্রসঙ্গ উঠে আসে।

তিনি বলেন, স্বরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি কৃষি ও একটি গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি।এছাড়াও বলেন, দুটো মিনিস্ট্রির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে। কোনটাই ফাংশন করছে না।

তিনি আরো বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছি, এলজিআরডি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এগুলো অভিজ্ঞ লোকের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা দরকার।

প্রসঙ্গত, নুরুল হক নুর একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক। ২০১৮ সালে ছাত্রনেতা থাকাকালীন কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন।

রাজনীতি বিভাগের আরো খবর