আজ বৃহস্পতিবার সকাল ৮:০৬, ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৭ হিজরি
ফ্যাসিবাদের পতনের পর এখন দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালিন সরকার। দ্রুত নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ দেখালেও জামায়াত চায় আগে সংস্কার। এরই মধ্যে সারাদেশে সংসদ নির্বাচনের প্রার্থীতা ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারাদেশে কর্মী সমাবেশের নামে জনসভাও করছে সংগঠনটি। চলছে গণসংযোগও। যদিও আনুষ্ঠানিক গণসংযোগের কোনো ঘোষণা দেয়নি দলটি।
আজ সোমবার রাত ৮টায় বাড্ডা উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা ১১ (বাড্ডা, ভাটরা, বসুন্ধরা) সংসদীয় এলাকায় নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। যদিও জামায়াত নেতারা এটিকে দাওয়াতি গণসংযোগ বলেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত মনোনিত ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট আতিকুর রহমান। জামায়াত ঘোষিত ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বাড্ডা উত্তর থানা আমীর মাওলানা কুতুবউদ্দিন।
এছাড়া জামায়াতের থানা সেক্রেটারি মতিউর রহমান মোল্লা, রিসাইকেল বিডির নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। গণসংযোগ টি উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা থেকে শুরু করে পুরাতন থানা রোড হয়ে একতা আবাসিক এরিয়ার ৫, ৩, ও ২ নম্বর রোড হয়ে সাতারকুল রোড দিয়ে আলীরমোড় হয়ে হাজীপাড়া মসজিদ রোড এবং এর আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে হাজীপাড়া মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
এ বিষয়ে ঢাকা ১১ আসনে জামায়াত সমর্থীত প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, এটি আমাদের একটি দাওয়াতি গণসংযোগ ছিল। এ এলাকার মানুষের সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক, আমি মানুষের জন্য কাজ করছি। তাদের সুখে দু:খে থাকার চেষ্টা করছি। দল যেহেতু আমাকে এ আসনে মনোনয়ন দিয়েছে, ভবিষ্যতেও নিজের সর্বোচ্চ দিয়ে জনগণের জন্য কাজ করতে চাই।