আজ সোমবার রাত ২:০১, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

একটা ঘটনার পর সব বদলে গেল—আদনান এখন আমার স্বামী!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ৭:০০ অপরাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে মুখ খুললেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সম্প্রতি মা মরিয়ম বেগম মেরি ও ভাই তাঁর বিরুদ্ধে জমি ও বাড়ি দখলের অভিযোগ তুললেও, পপি জানান, বরাবরই তিনি পরিবারের রোষানলে ছিলেন। মানসিক নির্যাতনের কারণে আত্মহত্যার কথাও ভেবেছিলেন, তবে সে সময় পাশে ছিলেন তাঁর বর্তমান স্বামী আদনান উদ্দিন কামাল।

বিয়ে ও পারিবারিক সংকট
পপি জানান, ২০১৯ সালে তাঁর বাসায় একটি বড় দুর্ঘটনা ঘটে এবং টাকা চুরি হয়। থানায় অভিযোগ জানালে পরিবারের সঙ্গে তাঁর টানাপোড়েন বাড়ে। সেই সময় আদনান তাঁকে সহায়তা করেন। ২০২০ সালে সমস্যার মুখে পড়ে বাসা ছাড়তে বাধ্য হন এবং পুলিশের সহায়তায় গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেন।

Ezoic
বিয়ের সিদ্ধান্ত
জীবন সংকটের মুখে পড়ায় আদনানের সঙ্গে তিনি বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২০ সালের নভেম্বরে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন হয়, যেখানে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, তবে মা ছিলেন না। পপির দাবি, তাঁর মা কখনোই চাননি তিনি সংসারী হন।

সিনেমা থেকে সরে আসা
পপি জানান, সংসার রক্ষার জন্যই তিনি সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নেন। বিয়ের পর স্বামীর ইচ্ছায় হোক বা নিজের সিদ্ধান্তেই হোক, তিনি আর সিনেমায় ফিরতে চান না।

আদনানের সঙ্গে সম্পর্ক
পপির ভাষায়, সাত বছর আগে তাঁদের পরিচয় হয় এবং তিন বছর পর বিয়ে। আদনান শুধু স্বামী নন, বরং তিনি পরিবারের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। বিপদে সবসময় পাশে থেকেছেন এবং দুই পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল চমৎকার।