আজ সোমবার রাত ২:৩০, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান ও অভিনেতা গওহর রশিদ সম্প্রতি মক্কার পবিত্র কাবা শরিফে তাদের বিয়ে সেরেছেন। এবার অভিনেত্রী তার বিয়ের সেই দৃশ্য ভক্তদের জন্য ইনস্টগ্রামে শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, এই দম্পতিকে তাদের প্রিয়জনরা ঘিরে রেখেছেন। কুবরা খান এ সময় ধবধবে সাদা পোশাক এবং লাল ওড়নায় সজ্জিত ছিলেন। অপরদিকে গওহর রশিদ পড়েছিলে সাদা রঙের কুর্তা ও পায়জামা।
এ সময় এই দুই তারকার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের তাদেরকে দোয়া দিতে দেখা যায়। আর কুবরা ও গওহরের চোখেমুখে উঁকি দিচ্ছিল দুই থেকে এক হওয়ার আনন্দ।
এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা তাদের বিয়ে সম্পন্ন হওয়ার সংবাদটি জানান। বিয়ের পাশাপাশি সেখানে তারা উমরাও পালন করছেন।
ইনস্টাগ্রামের যৌথ পোস্টে তারা লিখেছেন, আল্লাহর কুরসির নিচে…৭০ হাজার ফেরেশতা সাক্ষী এবং রহমত আমাদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে… কবুল।
তাদের শেয়ার করা দুটি ছবির মধ্যে একটি ছিল পবিত্র কাবায় তাদের হাত রাখা, অন্যটি ছিল তারা একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখছেন এবং পেছনে মহিমান্বিত কাবা ঘর।
কুবরা ও গওহর তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তারা পবিত্র শহর মক্কাতে বিয়ে করবেন।
সম্প্রতি এই তারকা যুগল সবচেয়ে আলোচিত সেলিব্রিটিদের তালিকায় উঠে এসেছেন। এর শুরুটা হয় ২০২৪ সালের শেষের দিকে, যখন তাদের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর তারা তাদের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার সম্পর্কের সত্যতা নিশ্চিত করেন।
এই তারকা যুগল একাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন, তবে ‘জান্নাত সে আগায়’ নাটকে দম্পতি হিসেবে দেখা যায় দুজনকে।
যদিও কিছু মানুষ তাদের সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়িয়েছে। তবে অনেকেই তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বকে চিরস্থায়ী বন্ধনেই দেখতে চেয়েছিলেন।