আজ সোমবার ভোর ৫:০৭, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

যে কোন বন্ধ কাজ সুদে-আসলে আগামীদিনে জনগণের উপর চাপানো হয় :গোলাম মাওলা রনি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৫ , ৯:২০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

যে কোন বন্ধ কাজ সুদে-আসলে আগামীদিনে জনগণের উপর চাপানো হয়

বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মন্তব্য করেন,

বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামায়েত ইসলামের ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির তাদের দাঁ- কুমড়োর সম্পর্কের মাত্রার অন্যতম ফলাফল হলো বর্তমানের এই সংঘর্ষ।

বাংলাদেশের ক্রমাগত জটিলতম রাজনীতি, আগামীদিনে এই দুই দলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হওয়া আশংকা করে তিনি বলেন, এর পরিনামে জাতীয় রাজনীতি ও জাতীয় অর্থনীতি তছনছ হয়ে যাবে।

উভয় সংঘঠনকে কাছ থেকে পর্যবেক্ষণ করে তিনি বলেন, ছাত্রলীগ ও ছাত্রদল জনপ্রিয় সংঘঠন হওয়া স্বত্তেও তাদের ব্যাপারে জনমত প্রবল নেই। ২০০১ সালের পর থেকে ছাত্রদল এর ইমেজ জনগণের কাছে খারাপ হতে থাকে।

একইভাবে ২০০৯ এর ক্ষমতা গ্রহণের পর ছাত্রলীগের ও একই আচরন বিদ্যমান ছিল। এবং বর্তমানে শিবির সমর্থিত বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ ক্যাম্পসে ঢুকতে দিতে চাচ্ছে না ও পরিক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, যে কোন বন্ধ কাজ সুদে-আসলে আগামীদিনে জনগণের উপর চাপানো হয়।