আজ সোমবার রাত ২:৩৫, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

প্রেম আর ক্রিকেট নিয়ে ফারিয়ার ‘দুঃখের স্ট্যাটাস’!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিসি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি। শেষে জনপ্রিয় এই অভিনেত্রী আবার লিখেছেন, এইটা কোনো ফানি স্ট্যাট্যাস না। এটা অনেক দুঃখের স্ট্যাট্যাস।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।

শবনম ফারিয়া ওই পোস্টের লিখেছেন অনেকে মজা করে লিখেছেন, হাহাহা এটাই বাস্তব। তারেক আজিজ নামে একজন লিখেছেন, জীবনে কয়টা প্রেম করলে এত বিরক্তি আসে? আমি তো আপনাকে ভালো মানুষ মনে করতাম! ওই মন্তব্যের রিপ্লাইতে ফারিয়া লিখেছেন, সর্বনিন্ম তিনটা প্রেম।

 

শামসুল উদ্দিন নামে একজন লিখেছেন, মনের কথা লিখেছেন বোন। শাফায়েত নামে একজন লিখেছেন, আমি আরও কতশত রঙিন স্বপ্ন বুনে রেখেছি তোমার সঙ্গে প্রেম করবো বলে। এছাড়া অল্প সময়ের মতো কয়েক শত মন্তব্য চোখে পড়েছে শবনম ফারিয়ার অনুসারীদের।

উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধাজনক স্থানে নেই টিম টাইগারর্স। ইন্ডিয়ার মতো শক্তিশালী টিমের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে রান করেছে মাত্র ২২৯।