আজ রবিবার সকাল ৭:৩৫, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
রমজান শুরুর আগেও বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। ছুটির দিনে বাজার বা দোকানে দোকানে ঘুরেও চাহিদা অনুযায়ী সয়াবিন তেল কিনতে পারছেন না ক্রেতারা। খোলা তেলের লিটারে বেড়েছে পাঁচ টাকা, যা ভোক্তাদের জন্য নতুন সংকট তৈরি করেছে।
সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রমজান উপলক্ষে প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে এসেছেন ক্রেতারা। বাজারে মাছ-মাংসের চাহিদা বেড়েছে অনেকটাই। ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা, সোনালী মুরগির কেজি ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি কিনতে কাঁচা বাজারেও রয়েছে প্রচণ্ড ভিড়। আলুর কেজি সর্বোচ্চ ২৫ টাকায় বিক্রি হচ্ছে, পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে, আর রসুন পাওয়া যাচ্ছে ১৪০ টাকায়। সিম মানভেদে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, টমেটো ২৫ থেকে ৩০ এবং বেগুন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ভোক্তারা বলছেন, রমজান শুরুর আগেই নিত্যপণ্যের এমন দাম বাড়া উদ্বেগজনক। ব্যবসায়ীদের মতে, সরবরাহ সংকট এবং চাহিদার কারণে দাম বাড়ছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুতই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সরকারের কার্যকর পদক্ষেপে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে।