আজ রবিবার রাত ৯:৪৬, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনাম
◈ এই বাজার আমার নেতৃত্বে চলবে, রামদা হাতে যুবদল নেতা ◈ গণভবনে পাওয়া মেডিকেল রেকর্ডে হাসিনার শারীরিক অবস্থার যে গোপন তথ্য জানা গেল! ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা ওপরে রাখার অনুরোধ ◈ আহতদের দেখতে গিয়ে হাসিনা বলেছিলেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ ◈ বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ◈ এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি ◈ পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত! ◈ নুসরাতের জবানবন্দির ভিডিও ফাঁস, সাবেক ওসি মোয়াজ্জেমের মামলা প্রত্যাহারের আবেদন ◈ এবার ডেভিল হান্টে ধরা পড়লো চোর ও সাজাপ্রাপ্ত আসামি ◈ মানুষ খুন নিয়ে ধর্মে কী বলা আছে, সেই কাগজ পাওয়া গেছে হাসিনার রুমে!

শিখরের পাশে কে এই রহস্যময়ী

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২৫ , ৯:৫১ অপরাহ্ণ
ক্যাটাগরি : খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে দুবাইয়ে গ্যালারিতে হাজির হয়েছিলেন সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান। গ্যালারি বসে নিজ দলকে সমর্থন দিয়েছেন তিনি। তবে সমর্থন নয় এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। গ্যালারিতে শিখরের পাশে এক রহস্যময়ী তরুণীকে দেখা গেছে। যা নিয়েই এখন হচ্ছে নানা আলোচনা।

২০২৩ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহের ইতি টেনেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। বর্তমানে একাই থাকছেন। যে কারণে তার সঙ্গে মাঠে দেখা যাওয়া ওই তরুণীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের। অনেকেই বলছেন ওই বিদেশিনী তরুণীর সঙ্গে গোপনে প্রেম করছেন শিখর।

কিন্তু সবচেয়ে বেশি যেই প্রশ্নটা উঠেছে তা হলো কে এই বিদেশিনী? ভারতের বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই রহস্যময়ীর নাম সোফি শাইন। তিনি এক প্রোডাক্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেন। এই মহিলার সঙ্গে গত বছরের নভেম্বরেও এয়ারপোর্টে দেখা গিয়েছিল শিখরকে। তবে তিনি ও শিখর সম্পর্কে রয়েছেন কিনা, তা নিয়ে কেউ মুখ খোলেননি।

শিখর ধাওয়ান ভারতের অন্যতম সেরা ওপেনার। দীর্ঘ ক্যারিয়ারে ভারতের হয়ে ৩৪টি টেস্ট ১৬৭টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার রান যথাক্রমে ২৩১৫, ৬৭৯৩ ও ১৭৫৯।