আজ রবিবার বিকাল ৩:২৩, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
জয়পুরহাটের কালাই উপজেলায় শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদকে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।
তৌফিকুল ইসলাম তৌহিদ কালাই পৌরশহরের পূর্বপাড়া মহল্লার বাসিন্দা মো. মাহতাব হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুর ফজলে এলাহি তোতার বাড়িতে লুকিয়ে ছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে ধরে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, তৌহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গণধোলাইয়ের পর তাকে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।