আজ রবিবার দুপুর ১:৪৬, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে, তাদের আমরা স্বাগত জানাই। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেয়ার দল নয়। পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না, নিজের মাথা ভেঙে যায়। অতএব বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, জুলাই-আগষ্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমরা আপনাদের ধন্যবাদ দেই, মানুষের কাছে যাবেন। মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষার নির্বাচন। আপনারা প্রস্তুত হন। এমনকি নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দিবেন, তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অবনতিশীল অইনশৃঙ্খলা পরিস্থিতি,দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে কথিত ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালী জেলা বিএনপির এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্ন মিয়ার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন, সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।