আজ সোমবার রাত ১০:৩৩, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

আজ থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২, ২০২৫ , ৯:৫০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে। ২ মার্চ থেকে একমাসের জন্য নতুন সময়সূচি কার্যকর হবে। এর আওতায়, ব্যাংকগুলোর লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই নতুন সময়সীমা নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় ব্যাংকের লেনদেন অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে চালু রাখা যাবে।

রমজান মাস শেষে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে। প্রতি বছর রমজান মাসে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সময়সূচিতে এ ধরনের পরিবর্তন আনে।