আজ মঙ্গলবার রাত ১২:৩৭, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৭ হিজরি
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। দীর্ঘ ৯ বছর পর দলে জায়গা পেয়েছে মিডফিল্ডার অস্কার। তার সঙ্গে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। আগামী ৭ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন সেলেসাও কোচ।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম তারকা ছিলেন অস্কার। ২০১৬ সালে ব্রাজিলের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি। দীর্ঘদিন চাইনিজ লিগে খেলার পর গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রায় দীর্ঘ ৯ বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।
অন্যদিকে নেইমার সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের শেষ দিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তবে সম্প্রতি সান্তোসে ফিরে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। তাই তো নেইমারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ দরিভাল।
বিশ্বকাপ বাছাইপর্বেও সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। ১২ ম্যাচে ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে সেলেসাওরা। অন্যদিকে সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আগামী ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৫ মার্চ বুয়েনস আইরেসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।