আজ সোমবার দুপুর ২:২৫, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নুর ভাই আমাদের দলে আসতে চায়: হান্নান মাসউদ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৩, ২০২৫ , ৫:৪০ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সম্প্রতি একটি বেসকারকারি টেলিভিশন চ্যানেলের এক টকশোতে এ কথা জানান তিনি।

হান্নান মাসউদ বলেন, “নুরুল হক নুর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি, যাদের নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের সাথে যোগাযোগ করছেন এবং দলে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সাথে আলোচনা করেছি। তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আমাদের দলে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে।”

নুরুল হক হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন জানিয়ে হান্নান মাসউদ আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ-আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান, তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়।”

 

 

রাজনীতি বিভাগের আরো খবর