আজ মঙ্গলবার রাত ১২:১০, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৭ হিজরি
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবাসরীয় ফাইনালে দেখা হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের। পারফরম্যান্সের মানদণ্ডে আট দলের এই ওয়ানডে টুর্নামেন্টের সেরা দুই দলই উঠেছে ফাইনালে। একই ভেন্যুতে গ্রুপসেরার লড়াইয়ে ভারতকে কাঁপিয়ে দিয়ে ৪৪ রানে হেরেছিল কিউইরা। ফাইনালে ভাগ্য নির্ধারক হয়ে উঠতে পারে যে পাঁচটি বিষয়-
হেনরির আগুনে বোলিং
নিউজিল্যান্ডের প্রায় সব ম্যাচেই প্রথম স্পেলে আগুনে বোলিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন ম্যাট হেনরি। চার ম্যাচে ১৬.৭০ গড়ে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া এই পেসারকে শুরুতে ঠিকঠাকভাবে সামলাতে না পারলে বিপদে পড়বে ভারত। গ্রুপপর্বের ম্যাচে ভারতকে আড়াইশর নিচে আটকে রাখতে ৪২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন হেনরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়া হেনরি ফাইনালের আগেই সেরে উঠবেন বলে আশাবাদী নিউজিল্যান্ড। ফিট থাকলে হেনরির শুরুর বোলিং ম্যাচের সুর বেঁধে দিতে পারে।
বরুণের রহস্যময় স্পিন
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শেষ মুহূর্তে জায়গা পাওয়া বরুণ চক্রবর্তী প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেন এই রহস্যময় লেগ-স্পিনার। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেন দুই উইকেট। বরুণের ভান্ডারে বৈচিত্র্যের শেষ নেই। ফাইনালে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে তার নতুন কোনো গোপন অস্ত্র।
রাচিন ও উইলিয়ামসনের চোখ রাঙানি
নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ কেইন উইলিয়ামসনের সঙ্গে উঠতি তারকা রাচিন রবীন্দ্রর চমৎকার রসায়ন প্রতিপক্ষের ঘুম কেড়ে নিচ্ছে। সেমিতে দুজনই করেছেন সেঞ্চুরি, গড়েছেন ১৬৪ রানের জুটি। ফাইনালে এ দুজনকে দ্রুত ফেরানোই হবে ভারতের বোলারদের জন্য আসল চ্যালেঞ্জ। দুজনই স্পিন ভালো খেলেন। ভারতের বিপক্ষে আগের ম্যাচে উইলিয়ামসন করেছিলেন ৮১ রান।
রোহিতের ঝড়ো শুরু
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। বড় ইনিংস খেলতে না পারায় তার সমালোচনা হলেও কোচ গৌতম গম্ভীর বলেছেন, শুরুতে রোহিতের ঝড়ো ব্যাটিংয়ের প্রভাব অবিশ্বাস্য। ফিফটি ছুঁতে না পারলেও কয়েকটি চার-ছক্কায় প্রতিপক্ষের আত্মবিশ্বাস দুমড়ে দেন রোহিত। ফাইনালেও তার কাছে একই চাওয়া থাকবে দলের।
মন্থর উইকেট
লাহোরে সেমিফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৩৬২ রান করেছিল নিউজিল্যান্ড। কিন্তু দুবাইয়ের মন্থর উইকেটে সেই সুখস্মৃতি কোনো কাজে আসবে না তাদের। চারটি ম্যাচই এখানে খেলায় দুবাইয়ের উইকেটের ভাষা সবচেয়ে ভালো জানে ভারত। ফাইনালে যা তাদের বাড়তি সুবিধা দেবে। গ্রুপপর্বে ম্যাচের অভিজ্ঞতা কিউইদের জন্য কতটা সহায়ক হয়, সেটাই এখন দেখার।