আজ রবিবার সকাল ১০:০৪, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি
রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ওই ৬ জনকে শুক্রবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে আজ শনিবার দুপুরে সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। বনশ্রী ডি ব্লকে তার স্বর্ণের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেই রাতেও তিনি দোকান থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। পরে আনোয়ারের কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।
আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আনোয়ারের শরীরে গুলি ও কোপের চিহ্ন ছিল।
পরে স্বর্ণ ব্যবসায়ী পুলিশকে জানান, তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে। স্বর্ণ লুটের এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।