আজ বুধবার সকাল ৭:৫৯, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রিমান্ড শেষে কারাগারে সালমান-মামুন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৮, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ
ক্যাটাগরি : আদালত

রাজধানীর যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৮ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর কাউছার হুসাইন পাঁচদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. শরীফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ জানুয়ারি এ মামলায় তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

গত বছরের ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর তাকে দফায় দফায় বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।