আজ সোমবার ভোর ৫:১২, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাঠগড়ায় চেয়ার পেলেন কামাল মজুমদার

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৪, ২০২৫ , ১২:৫৯ অপরাহ্ণ
ক্যাটাগরি : আদালত

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে আদালতের কাঠগড়ায় বসার জন্য কাঠের চেয়ার দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতের কাঠগড়ায় তাকে তোলা হয়।

এদিন সকাল ১০টা ৮ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে কাঠগড়ায় তোলা হয়৷ এ সময় তাকে হেলমেট, বুলেট প্রুভ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল৷ দুই পুলিশ সদস্য তাকে ধরে আদালতে তোলেন। আদালতে তোলার পর তার হেলমেট খোলা হয়৷ তখন কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।

এ সময় সাবেক মেয়র আতিকুল ইসলাম তাকে বসতে দেওয়ার জন্য চেয়ার দিতে অনুরোধ করেন। তখন আদালতের এক কর্মচারী আতিকুলের কাছে কাঠের চেয়ার দেন৷ এরপর ১০ টা ১৩ মিনিটে আতিকুল ওই চেয়ারে তাকে বসতে দেন৷পুরো শুনানি চলাকালে তিনি এই চেয়ারে বসে ছিলেন। মাঝেমধ্যে কাঠগড়ার লোহার বেরিকেডে মাথা নিচু ছিলেন৷ এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল। শুনানি শেষে পুলিশ পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া।

এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন।