আজ সোমবার রাত ৪:০১, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

ট্রেন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর ছেড়ে গেল মহানগর এক্সপ্রেস

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৯, ২০২৫ , ১০:৪৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। এর প্রায় নয় ঘণ্টা পর নির্ধারিত গন্তব্যের দিকে ছেড়ে গেছে ট্রেনটি। দুর্ঘটনা কবলিত বগিটি রেখে সকাল পৌণে নয়টার দিকে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের দিকে ছেড়ে যায়।

এদিকে দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশনের এক নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্যান্য ট্রেনে কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

পরে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত বগি সরিয়ে নেয়। মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরকে একই গন্তব্যের তুর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।