আজ রবিবার রাত ১১:২৮, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৭ হিজরি

আমেরিকায় আবারও দাবানল, আকাশ ছেয়েছে কালো ধোঁয়ায়

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১০, ২০২৫ , ১০:০০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বিশ্ব

নিউইয়র্কের একটি বিস্তীর্ণ এলাকা বর্তমানে দাবানলে পুড়ছে, যেখানে বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে। শনিবার লং আইল্যান্ডের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

কমপক্ষে তিন কিলোমিটার পর্যন্ত আগুনের শিখা ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং নিরাপত্তা বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে শহরের প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে, তবে আগুন নেভানোর চেষ্টা চলছে।