আজ রবিবার সকাল ১০:১৪, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড শুনানি রবিবার দিবাগত রাত ১২টার দিকে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন শুনানি শেষে মামলার মূল আসামি ভুক্তভোগী বোনের শ্বশুর হিটু শেখকে সাত দিন, অন্য আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, রবিবার সকাল থেকেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করেন। ফলে নিরাপত্তাজনিত কারণে আসামিদের মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা যায়নি।
প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় গত ৫ মার্চ দিবাগত রাতে আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন।